
**
ঠিকানায় যাওয়া যায় না, ঠিকানা তার
প্রয়োজনে পূর্ণ করে তার শূন্যস্থান…
**
বাচ্চারা স্নো জমা করে অনেকক্ষণ খেলবে তাই
কিন্তু খুব দ্রুত তার ইতি টানতে হয়
ঠিকানার মাত্রাদেখে…
**
ঠিকানায় পৌঁছে যাওয়া খুবই সহজ যদি তা নেশা না পায়…
**
একটা ঠিকানা আছে জানি
কিন্তু তার রাস্তা না জানায়
বার-বার চলে আসি ঠিকানায়…
**
মন্ত্র শিখার জন্য একটা ঠিকানা লাগে, আর সেখানে
পৌঁছের জন্য মন্ত্রটা যানতে হয়।
**
সিঁড়িবেয়ে উপরে উঠে ভুলে যাই এর
ঠিকানাটা নিচে থেকে-ই তুলে রাখা…
**
সাদা বা অন্ধকারকে বিশ্বাস করতে হয়
আর বিশ্বাস করতে হয় ঠিকানা।
**
নানান রকমের শব্দে
চারপাশটা ভরে গেছে, শব্দ বললে ভুল হবে; মুখ!
হ্যাঁ মুখ-ই, কিছু মানুষের মুখ; কিছু-কিছু মুখের
দিকে তাকিয়ে নিজের একটা বিন্দু খোঁজি
বিন্দু হচ্ছে ঈশ্বর, সবাই মুখের মাঝে মাত্রা খোঁজে
পাপ, নিভৃতি, প্রকৃতি, যন্ত্রণা বা শুদ্ধতা ও খোঁজে
অথচ ঠিকানা দেয়া আছে ওখানে, কারো
চোখে তা আটকায় না…
# # #