
পাঠকদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ! বাংলা-একাডেমি’র বইমেলায় ‘অন্বয়’ প্রকাশ থেকে বের হচ্ছে শাম্মী আক্তার হ্যাপি‘র প্রথম গল্পগ্রন্থ ‘জলরাশির বজ্রধ্বনি’। আগামী ২৫ মার্চ বিকেল পাঁচটায় গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্বয় প্রকাশ এর স্টলে সবাই কে আমন্ত্রণ জানাচ্ছি, আয়োজনে দেশের প্রথিতযশা কবি সাহিত্যিক গন উপস্থিত থাকবেন।
সবাই কে করোনাকালীন সাবধানতা মেনে চলার অনুরোধ করছি।