সাম্প্রতিক

পাপড়ি রহমান এর ভাবের লণ্ঠন ভাবের বাতি

ভাবের লণ্ঠন ভাবের বাতি

600855_10201021709963447_1549605403_n

১.
এই যে আকাশ- মেঘের কালোয় ভাসা
কালোর মাঝেই লুকানো জমাট আশা !
সেই আশার কথা তোমায় বলি শোনো-

আমিই তোমার রূপকুমারি, চিনছ না যে কেন?
ওই যে আমার মিলন-মালার রাতি
হাজার জোনাক জেগেছিল মাতি!
তুমিও তেমন জেগেছিলে ঘরে-
আমায় বেধে মায়ার বাহুডোরে।
ভোর হলো যেই পংখীরাজে চড়ে
মিলায়ে গেলে আঁখির-দেখা-দূরে।
সেই থেকে এ বনের যত পাতা
শুনে গেল আমার গোপন কথা!

জাগিয়ে বিষাদ এমনি করে মেঘ করেছে কত
চোখের জলে চুপটি করে পদ্ম ফোটে শত।
আরে ওতো পদ্ম নয়, সবুজ কতক পাতা
এই যে যেমন কুঁড়ে ঘরটির বাতা!
ধর, ফের যদি কোনো সবুজ-ঘেরের-ঘরে
ছাউনি যেন বাঁধা মেঘের ডোরে।
আমার খোঁপায় দুলছে পানার ফুল
দেখে তুমি ভীষন যেন আকুল!
ভুলেই গেছ নিজের রাজ্যপাটি
রূপকুমারির গল্পটা যে খাঁটি।
আহা! আমার যদি তুমি হতে এমন
সবুজ খড়ের ঘরটি আছে যেমন…

559241_4353482273745_2052457040_n

২.
এই সে ঘাট সই
এই সে জল
আমার ছেলেবেলা
ভাসিছে টলটল।
এই সে ডিঙাখানি
অমল কিশোর এক
কোচর ভরিয়া
শালুক দিত আনি।
এই সে জল সই
এই সে জল
ফুরায়ে গিয়েছে দূরে
শুধু বাজিছে কলকল…

  • 270801_2156635473948_4428370_n
  • পাপড়ি রহমান

  • স্বল্পপ্রজ লেখক পাপড়ি রহমান সাহিত্যের প্রায় সব শাখাতেই কম-বেশি বিচরণ করেছেন। তবে স্বাছন্দ্য বোধ করেন গদ্য লিখতে। তাঁর প্রকাশিত উপন্যাসগুলি একেবারের ভিন্নধারার রচনা বলে মনে করেন সমালোচকগণ। রচনাশৈলিরগুনে যা ইতোমধ্যেই তাঁকে সিরিয়াস লেখক হিসাবে আলাদা মর্যাদা দিয়েছে । তাঁর রচিত ছোটগল্পগুলিতেও খুঁজে পাওয়া যায় স্বতন্ত্র টিপছাপ। করেছেন নানাবিধ উল্লেখযোগ্য সম্পাদনা। আছে গবেষনাগ্রন্থ ‘ভাষা শহীদ আবুল বরকত’। যা বাংলা একাডেমী থেকে প্রকাশিত।

  • ইমেইল যোগাযোগ papree.rahman@gmail.com

পাপড়ি রহমান

স্বল্পপ্রজ লেখক পাপড়ি রহমান সাহিত্যের প্রায় সব শাখাতেই কম-বেশি বিচরণ করেছেন । তবে স্বাছন্দ্য বোধ করেন গদ্য লিখতে । তাঁর প্রকাশিত উপন্যাসগুলি একেবারের ভিন্নধারার রচনা বলে মনে করেন সমালোচকগণ । রচনা শৈলিরগুনে যা ইতোমধ্যেই তাঁকে সিরিয়াস লেখক হিসাবে আলাদা মর্যাদা দিয়েছে । তাঁর রচিত ছোটগল্প গুলিতেও খুঁজে পাওয়া যায় স্বতন্ত্র টিপছাপ । করেছেন নানাবিধ উলেখযোগ্য সম্পাদনা । আছে গবেষনা গ্রন্থ ‘ভাষা শহীদ আবুল বরকত’ । যা বাংলা একাডেমী থেকে প্রকাশিত ।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: , ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট