সাম্প্রতিক

ডায়রি থেকে কয়েকটি ছবি ও শব্দ / ঐশী বিশ্বাস

ক.
আমি তখন ক্লাস Eight এ পড়ি, দুষ্টুমিতে খারাপ ছিলাম না, একদিন একা একাই খেলতে খেলতে ও নাচতে নাচতে হঠাৎ খেয়াল করলাম আমার সামনের দুটো দাঁত ভেঙে গেছে। দাঁত দিয়ে কোনো প্রকার রক্ত বের না হওয়ায় তেমন গুরুত্ব দিইনি। অনেক পরে আয়নাতে যখন প্রথম খেয়াল করলাম যে দুটি দাঁতের বেশকিছু অংশ ভেঙে গেছে তখন আর খোঁজেই পেলাম না, দাঁত ভেঙে যাবার কি এমন কারণ থাকতে পারে…।

Oshee (4)

খ.
আমার ছোটবেলা কেটেছে ঢাকাতে। সেখানে আমার কাকা, বড় জেঠা ও দিদিদের সঙ্গেই থাকতাম। একদিন আমার জেঠা একটি টিয়া পাখি নিয়ে আসেন, টিয়া পাখিটা ছিল আমার খুব পছন্দের। সে অনেক কথা বলতে পারত। তবে একদিন একটা কাক এসে সেটাকে নিয়ে যায়। তারপর থেকে আর কখনো কোনো ধরনের পাখি পালনে আগ্রহ হয়নি। হয়ত আমার পছন্দের কোনো কিছুকে হারনোর ভয়ে আমার এমন একঘেয়েমি…

Oshee (1)Oshee (6)

গ.
আমার জন্মদিনে আমার এক বান্ধবী আমাকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়াতে বলে cycle  করে নয়াসড়ক চলে গেল। ঠিক পঁয়তাল্লিশ মিনিট বাদে সে আমার জন্য Sugerpot, বই আর Showpiece নিয়ে আসে, আমি সেদিন খুশি হয়েছিলাম। সাথে সাথে ভীষণ অবাক ও হয়েছি।

Oshee (2)

ঐশী বিশ্বাস

তিনি লেখেন, লেখক হওয়ার ইচ্ছে নেই। তিনি গাইতে পারেন তবে শিল্পী হওয়ার কোনো ইচ্ছে নেই। তিনি আর্ট করতে পারেন সময়ের রঙ ও স্বপ্ন গুলো...

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট