মৌমি পঞ্চম শ্রেণীতে পড়ে, ওর হাতের কাজ খুব সহজ সুন্দর। এই টুকন সময়ে নানান মাধ্যমে সে আঁকার কসরত করেছে। পেনসিল, জলরঙ, পেষ্টাল, পোস্টার, হাতে রঙ লাগিয়ে আঁকা। তার মা বলেন ছোট থেকেই আঁকা লেখার প্রতি ওর বিশেষ ঝোঁক, ছোট ছোট কাগজে সে লিখে রাখত কৌতুক কবিতা । কৌতুকে হাসির কোনো উপাধান না থাকলেও সে নিজে নিজে হাসত। আঁকতে সে যত সহজে করতে পারে, সেগুলোর নাম দেওয়ার সময় ওর মাথা ব্যথাটা থাকে চরম। কি নাম দেওয়া যায় তা অনেক ভাবনার পর সে বলবে এইটা জলরঙে আঁকা।
অদিতি দেব মৌমি
সরকারি অগ্রগামী বালিকা উচ্ছ বিদ্যালয় ও কলেজ, সিলেট।
চারুকারু স্কুল: চিত্রণ, শ্রেণী: ৫ম
জন্ম: ১০ জুলাই ২০০৩