সাম্প্রতিক

শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার নাটক ‘তৃতীয় একজন’

IMG_20151210_204912

৪র্থ দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় ঢাকা নাট্য-কেন্দ্রের পরিবেশনায় নাটক ‘দুই যে ছিল এক চাকর’। ছবি : রাশপ্রিন্ট

সুবর্ণ বাগচী : কর্ম-দিবসের শেষ দিন বৃহস্পতিবার ছিল গতকাল, তাই ‘নাট্যমঞ্চ সিলেট’ এর নাট্যচর্চার গৌরবময় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ৭দিন ব্যাপী নাট্যোৎসবের চতুর্থ দিনে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ ছিল দর্শকের মিলন মেলা।

সপ্তাহের কর্ম-দিবসের শেষ দিন ছিল ঢাকার স্বনামধন্য নাট্যদল নাট্য-কেন্দ্রের নাটক ‘দুই যে ছিল এক চাকর’ কার্লো গোলডোনি’র সার্ভেন্ট অব টু মাস্টারস অবলম্বনে নাটকটির রূপান্তরের নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত নাট্য নির্দেশক তারিক আনাম খান। সন্ধ্যা সাড়ে ছয়টায় অডিটোরিয়াম মঞ্চে সিলেটের নাট্যামোদী দর্শকের উপস্থিতিতে শুরু হয় নাট্য প্রদর্শনী।

নাট্যমঞ্চ সিলেটের পক্ষ থেকে নাট্য-কেন্দ্রকে উৎসব স্মারক, উত্তরীয় ও নাটকের পোষ্টার তুলে দেন নাট্য সংগঠক মু. আনোয়ার হোসেন রনি, আফজাল হোসেন ও খোয়াজ রহিম সবুজ। উৎসবের চতুর্থ দিন উৎসব স্মারক তুলে দেওয়া হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরীর হাতে। রজতকান্তি গুপ্তের পরিচালনায় মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী।

রজত জয়ন্তী উদযাপনের এই বছরে ‘নাট্যমঞ্চ সিলেট’ আয়োজন করেছে একহপ্তাব্যাপী একটি নিবিড় নাট্যোৎসব।

নাট্যোৎসবের ৫ম দিন শুক্রবার মঞ্চস্থ হবে দেশের স্বনামধন্য নাট্যদল শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার নাটক ‘তৃতীয় একজন’ সমির দাস গুপ্তের রচনায় নাটকটিতে নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটকটি মঞ্চায়িত হবে। নাটকের প্রবেশপত্র বিকাল ৩টা থেকে হল কাউন্টারে পাওয়া যাবে। নাট্যমঞ্চ সিলেটের নাট্যোৎসব শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর রবিবার।

সুবর্ণ বাগচী

রাশপ্রিন্ট কন্ট্রিবিউটর

লেখকের অন্যান্য পোস্ট

Tags: ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট