সাম্প্রতিক

নোকিয়া আনছে অত্যাধুনিক সুবিধার অ্যানড্রয়েড ফোন

full_2025083400_1446377817সুবর্ণ বাগচী : নোকিয়া অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন নিয়ে ফের বাজারে আসছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন মডেলের মধ্যে একটি হলো নোকিয়া ম্যাকলরেন। ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

নোকিয়া ম্যাকলরেন নামের এই কনসেপ্ট ফোনটি লুমিয়া ১০২০ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাজারে লুমিয়া ১০২০ বেশ জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় এটিকে নতুন কলেবরে ফের বাজারে আনা হচ্ছে।

এতে থাকছে থ্রিডি টাচ সম্বলিত ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লেতে থ্রিডি টাচ আইডি ব্যবহার করা হয়েছে। ফোনের রিয়ারে ৫০ মেগাপিক্সেলের জেইস প্রিভিউ ক্যামেরা সেন্সর রয়েছে।

২০১৬ সালে এটি বাজারে ছাড়বে নোকিয়া। নকিয়ার এই ফোনটি এলিফ্যান্ট গ্রেইস বডিতে তৈরি। রিয়ার প্যানেলের ঠিক মাঝখানে গোলাকৃতির ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ম্যাক লরেন নামের এই ফোনটিতে থাকছে ৬ জিবি র‌্যাম। ব্যাটারি হবে ৪০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

সুবর্ণ বাগচী

রাশপ্রিন্ট কন্ট্রিবিউটর

লেখকের অন্যান্য পোস্ট

Tags: 

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট