সাম্প্রতিক

বিজয় ক্ষণ’৭১

মাহি রহমান : মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই অর্জন নতুন প্রজন্মের কাছে নাটকের মাধ্যমে উপস্থাপিত করে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে কথাকলি সিলেট আগামী ১৬ডিসেম্বর ২০১৫ বিকেল ৩.৩০মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে আয়োজন করতে যাচ্ছে বিজয়ের সেই মূহু্র্ত

বিজয় ক্ষণ’৭১

সঙ্গীত সহযোগিতায় গীতবিতান ও দ্বৈতস্বর।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি।

বিজয়ক্ষণ ৭১ (১) (2) বিজয়ক্ষণ ৭১ (১) (3)

মাহি রহমান

রাশপ্রিন্ট কন্ট্রিবিউটর

লেখকের অন্যান্য পোস্ট

Tags: 

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট