সাম্প্রতিক

নির্ঝর নৈঃশব্দ’র গল্পের বই পাওয়া যাবে মেলায়

সুবর্ণ বাগচী : গল্পের দ্বিতীয় বই প্রকাশিত হচ্ছে এবারের বইমেলা ২০১৬ তে। নির্ঝর নৈঃশব্দ’র ‘রাজহাঁস যেভাবে মাছ হয়’ বইটি চৈতন্য প্রকাশনি থেকে বের হচ্ছে। লেখকের ফেবু পেইজ থেকে আরো ও জানা গেছে মেলার প্রথম সপ্তাহ থেকেই পাওয়া যাবে চৈতন্যের স্টলে। স্টল নম্বর : ১৫৬, ( সোহরাওয়ার্দী উদ্যান) এবং বহেরাতলায় লিটল ম্যাগাজিন চত্বরের চৈতন্যের স্টলে। প্রচ্ছদ লেখকের নিজেরই আঁকা।

সুবর্ণ বাগচী

রাশপ্রিন্ট কন্ট্রিবিউটর

লেখকের অন্যান্য পোস্ট

Tags: 

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট