সাম্প্রতিক

এশিয়ান কনফ্লুয়েন্স ও এস পি এস এর মধ্যে সমঝোতা-পত্র সাক্ষর:

সুবর্ণ বাগচী : নগরীর একটি কনফারেন্স হলে ৩০ জানুয়ারি শনিবার বিকেল চারটার সময় ভারতের ‘এশিয়ান কনফ্লুয়েন্স ও সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এস পি এস),’ বাংলাদেশ এর মধ্যে ভারত-বাংলাদেশের নদী কেন্দ্রিক জীবনযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন তোলে ধরার জন্য একটি আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের লক্ষে সমঝোতাপত্র সাক্ষর অনুস্টান সম্মন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নিজাম উদ্দিন লস্কর (ময়না), বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রোহিত সুরী, এশিয়ান কনফ্লুয়েন্স এর প্রতিষ্ঠাতা পরিচালক সব্যসাচী দত্ত ।

উক্ত অনুস্টানের সভাপতিত্ব করেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটি’র সভাপতি ফরিদ আহমদ। উপস্থিত ছিলেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটি’র সাধারন সম্পাদক বাপ্পী ত্রিবেদী, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব শামসুল বাছিত শেরো, সহ-সভাপতি এ এন এম জিয়া, আফজাল হোসেন, প্রচার সম্পাদক খালেদ আহমদ, কোষাদক্ষ ইফতেখার মনি,কার্যকারী পরিষদের সদস্য এনামুল হক, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব সিলেট ফটোগ্রাফিক সোসাইটি বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি্র সদস্যবৃন্দ ও সিলেটের আলোকচিত্রী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।

12642539_1000201423371403_8290050572424588704_n 12661763_1000201270038085_7942618264052087493_nঅনুস্টানে আরও বক্তব্য রাখেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটি’র সাবেক সভাপতি জনাব্ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু ও ভিজিট সিলেট এর পরিচালক এনায়েত চৌধুরী । অনুস্টানে এসপিএস সদস্য এ এন এম জিয়া, মোঃ এখলাছ উদ্দিন ও এনামুল হককে জাতীয়পর্যায়ে আলোকচিত্রে পুরস্কার পাওয়ার জন্য সম্মাননা প্রদান করা হয়। অনুস্টানটি’র উপস্থাপনায় ছিলেন সেজিন ওয়াজেলা হোসাইন।

তার পূর্বে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সদস্য বৃন্দের সাথে ভারতীয় অথিতিরা জাফলং-এ একটি ফটোওয়াক এ অংশগ্রহন করেন।12651232_1000212913370254_3827620227323659150_n

সুবর্ণ বাগচী

রাশপ্রিন্ট কন্ট্রিবিউটর

লেখকের অন্যান্য পোস্ট

Tags: 

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট