সাম্প্রতিক

বসন্ত ও প্রেম । আফরোজা সোমা

বসন্ত আমাদের কতো ভাবে ছোঁয়ে গেছে, কেউ প্রেম করে, কেউ প্রেমের নামে লিখে নেয় কবিতা। কারো সংসারে খেলে যায় কৃষ্ণচূড়া রঙ, আর প্রতিটা ঋতুর পরেই দেখা মেলে আমাদের সৌন্দর্য। প্রেম ত বসন্তেরই অন্য নাম, শব্দের পরে শব্দই থাকে আর সবগুলো শব্দে-শব্দে হও তুমি। কাঠের বাস্কটা টান দিতেই হলুদ ফতুয়াটা চোখে আটকায়, আমি জানি তুমি ওখানেই আটকে আছো। সকল বসন্ত যেনো ফতোয়াটার বোতামে আটকানো… বসন্ত ও প্রেম নিয়ে লিখেছেন আফরোজা সোমা— রাশপ্রিন্ট

বসন্ত নয়, প্রেমের সঙ্গে
আদি ও আসল সম্পর্ক শীতের—
ওম ও উষ্ণতার।

কেবল সংরাগই বসন্ত নয়
অভিমানও বসন্তই।

প্রেমের কোনো নিজস্ব ঋতু নেই
সকল ঋতুই প্রেমাতুর;
প্রেমে পড়লে সকল ঋতুতেই ফোটে কৃষ্ণচূড়া।

তবুও আসে বসন্তের দিন;
আর তোমাকে ফাঁকি দিয়ে যায়।

আমের মুকুল, তোমার চেয়ে তীব্র প্রেমিক
কে আর আছে এই ফাল্গুণে!

তোমার আসা-যাওয়ার পথের ধারে
ফুটেছি গ্যান্দা ফুল,
একবার অন্তত আড়চোখে চাও।

আফরোজা সোমা

জন্ম ২রা অক্টোবর, ১৯৮৪, কিশোরগঞ্জ। পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি ফ্রিল্যান্স ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কাজ করেন বিবিসি বাংলা রেডিও-তে। প্রকাশিত কবিতার বই: অন্ধঘড়ি (২০১০,কথা প্রকাশ), হারমোনিকা (২০১৪, সংবেদ), ডাহুক (২০১৫, ভাষা প্রকাশ)।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: , ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট