
বসন্ত আমাদের কতো ভাবে ছোঁয়ে গেছে, কেউ প্রেম করে, কেউ প্রেমের নামে লিখে নেয় কবিতা। কারো সংসারে খেলে যায় কৃষ্ণচূড়া রঙ, আর প্রতিটা ঋতুর পরেই দেখা মেলে আমাদের সৌন্দর্য। প্রেম ত বসন্তেরই অন্য নাম, শব্দের পরে শব্দই থাকে আর সবগুলো শব্দে-শব্দে হও তুমি। কাঠের বাস্কটা টান দিতেই হলুদ ফতুয়াটা চোখে আটকায়, আমি জানি তুমি ওখানেই আটকে আছো। সকল বসন্ত যেনো ফতোয়াটার বোতামে আটকানো… বসন্ত ও প্রেম নিয়ে লিখেছেন আফরোজা সোমা। — রাশপ্রিন্ট
ক
বসন্ত নয়, প্রেমের সঙ্গে
আদি ও আসল সম্পর্ক শীতের—
ওম ও উষ্ণতার।
খ
কেবল সংরাগই বসন্ত নয়
অভিমানও বসন্তই।
গ
প্রেমের কোনো নিজস্ব ঋতু নেই
সকল ঋতুই প্রেমাতুর;
প্রেমে পড়লে সকল ঋতুতেই ফোটে কৃষ্ণচূড়া।
ঘ
তবুও আসে বসন্তের দিন;
আর তোমাকে ফাঁকি দিয়ে যায়।
ঙ
আমের মুকুল, তোমার চেয়ে তীব্র প্রেমিক
কে আর আছে এই ফাল্গুণে!
চ
তোমার আসা-যাওয়ার পথের ধারে
ফুটেছি গ্যান্দা ফুল,
একবার অন্তত আড়চোখে চাও।