সাম্প্রতিক

দেহের ভেতর লুকিয়ে আছে তারই মৃতদেহ । মেহেদি হাসান তন্ময়

ঘুম ভাঙ্গার পর লোকটি দেখলেন একটি কুকুর তার মতো করে শুয়ে আছে। হটাৎ কুকুরটি উঠে বসলো এবং ধমকে বললো, আর কত আয়না দেখবি?

যমদূত মেয়েটিকে দেখতে আসলো। মেয়েটি উঠে বসলো এবং যমদূতকে প্রেমিক ভেবে ঘুমাতে গ্যালো

ভরা রাজপথে শ্লোগান দিতে দিতে লোকটা দেখলো, তার শরীরে কোনো পোষাক নেই

একটা টেবিল ঘুরাতে ঘুরাতে মানুষ গ্লোবের নাম লিখলো হাসপাতাল

কোনো দর্শক নেই। লোকটা তুড়ি বাজিয়ে বললেন, কবরের উপর দাঁড়িয়ে আছিস কে?

মেয়েটা পাখি হতে চাইলো। সেকথা শুনেই পাখিরা মরে গ্যালো

শ্মশানের পোড়া ছাই হতে বেরিয়ে এলো পাঁচটি আঙ্গুল

দেবী কবরে প্রবেশ করতেই, মৃত লোকটি জেগে উঠলো

লোকটার পেছনে ছিলো বিশাল একটি মাথা। সবাই তাকে নেতা বলে ডাকে। নির্বাচিত হবার পরে তার পশ্চাৎদেশ মাথায় চলে আসলো

১০

লোকটার নিজেকে বিশালদেহী বলে মনে হচ্ছে। এজন্য সে নিজের আঠারোতম খন্ডটাকে পুনরায় দ্বিখণ্ডিত করে ফেললো

১১

দাবার চাল ঘুরে যেতেই লোকটি অন্য প্রান্তে ঘুরে বসলো

১২

সিগারেটে লোকটার নেশা হয়ে যাচ্ছে। কিভাবে সিগারেট ছাড়া যায় ভাবতে ভাবতেই লোকটি একটা সিগারেট জ্বালালো

১৩

হাতুড়ি দিয়ে লোকটা নিজেই তার শিশ্ন ছেঁচছে

১৪

আপনার চোখে ঢুকে পড়ছে একটি রক্তাক্ত ট্রেন

১৫

যুদ্ধকালীন পৃথিবী, বাহুল্য নামে একটি মানুষ বেঁচে আছে

১৬

আপনার ছায়া ভেদ করে ঢুকে গ্যালো একটি তীব্র তীর

১৭

আপনি কাফন পড়ে আয়না দেখছেন

১৮

যমদূত তোমার সামনে, জলদি ঘুমাও

১৯

লোকটা প্যালেস্টাইন চেনে অথচ নিজেকে ভাবছে স্বাধীন

২০

ছায়াতে উড়ে যাচ্ছে একটি আত্মা। আত্মার পেছনে দৌড়াচ্ছে একটি মানুষ, আত্মা দৌড়াচ্ছে একটি ছায়ার পেছনে। মানুষ ও আত্মা ক্লান্ত; ছায়াটি দৌড়াচ্ছে

২১

মেয়েটা অন্ধকারে চলে যেতেই, তার উপর ভেঙ্গে পড়লো সূর্যরশ্মি

২২

জীবিতরা দেখছেনা, রাস্তায় হেঁটে যাচ্ছে একটি মৃত মানুষ

২৩

ডুবে যাচ্ছে সমস্ত পৃথিবী, লোকটি তখনো ঘুমাচ্ছিলো

২৪

লোকটার দেহের ভেতর লুকিয়ে আছে তারই মৃতদেহ

 

মেহেদি হাসান তন্ময়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। লেখালেখির শুরু ২০১৪ সাল হতে। জন্ম সিরাজগঞ্জ এর বেলকুচি থানায়। জন্ম ১৯৯৫ সালের ১৪ ই অক্টোবর। ইমেইলঃ mtonmoy1995@gmail.com

লেখকের অন্যান্য পোস্ট

Tags: ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট