সাম্প্রতিক

আসমান ঝুঁকে থাকা নীলগিরি । হাসান মসফিক

দিনপঞ্জি

কেবল কথাই বড় হচ্ছে, দীর্ঘ হচ্ছে … নত হচ্ছে

কে আর কবে পেরেছে ছুঁতে, ওই আসমান ঝুঁকে থাকা নীলগিরি! ছুঁড়ে দেওয়া তিরও এসেছে ফেরত। আরও যা বাড়িয়ে দিয়েছিলাম ফিরিয়ে দিয়েছে প্রায় অক্ষতই!

এই সমমনোহর দিনপঞ্জিতে আর কী-ই বা লিখি! পাখিদের সাথে গোপন আঁতাত হয়েছে তিরের; মশলা চাষে নাই আগের মত সুফল। ভাবছি- একদিন বেতবুনিয়া চলে যাব

কেবল কথার বীজও ফুরালো। আউশ-আমনে আর ক’দিন চলবে! পরিযায়ীর ঠোঁটে নেই নতুন সুবাস, পৃথিবীরও বয়স হল … তবু, আমরা এখনো কথায় বেঁচে আছি অংশত       

 

মাতামুহুরি  

মাতামুহুরির জলে কখনো স্নান করিনি। কেন; এই আক্ষেপ নিয়ে যে কোন একটি সকালের শুরু হতেই পারে ।

একটি কাপের নিকটবর্তী হয়ে, ফেলে দেওয়া যাবে এমন ভাবনাকেও চুমুতে চুমুতে আরো গাঢ় করা যেতে পারে। সবসুদ্ধ একটা নদীই হয়তো ভেতরে বইয়ে নিয়ে যাওয়া যায়…

কেন যে নদীর সবটা জল নয়; কিছুতেই নয়

 

অনুপস্থিতি

কোথাও নেই, কেউ নেই
যতোদূর যাই, চাবুকের ফিসফাস

কেবলি শুনি

একটা মাতাল ঘোড়া স্তব্ধতা চিরে দিয়ে
বেরিয়ে গেছে
বহুকাল আগে

আমি জানি, আমি জানি এসবই শুধুই
খুরেদের কানাকানি!

হাসান মসফিক

জন্ম : লোহাগাড়া, চট্টগ্রাম, বাংলাদেশ । স্বভূমি, মেঘপত্র, সংকাশ, কাব্য সরোবর, ক্রুশিয়াল, সবুজ আড্ডা সহ বেশ কিছু সংকলন ও ছোট কাগজে লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে সাহিত্য ব্লগ : ক্ষেপচুরিয়ানস, বিভুঁই, গল্প ও কবিতা, জলভুমি ও দৈনিক নিউজপোর্টাল বাংলা নিউজ এবং বিডি ২৪ লাইভ-এ বেশ কিছু লেখা প্রকাশিত । বর্তমানে ওয়েবজিন বিভুঁই’র সম্পাদনা পর্ষদের সাথে জড়িত ।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: , , , ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট