সাম্প্রতিক

নির্বাচিত ৩টি গল্পগ্রন্থ নিয়ে এই মেলায় ফজল হাসান

রাশপ্রিন্ট: এবারের একুশের গ্রন্থমেলায় ছোটগল্প লেখক, অনুবাদক এবং ছড়াকার ফজল হাসানের তিনটি বিদেশী ছোটগল্পের সংকলন প্রকাশিত হতে যাচ্ছে। এগুলো হলো: ‘ভিনদেশের নির্বাচিত প্রেমের গল্প’, ‘দক্ষিণ আমেরিকার নির্বাচিত ছোটগল্প’ এবং ‘ব্রাজিলের নির্বাচিত ছোটগল্প’।

ভালোবাসার সংজ্ঞা বিশাল এবং পরিধি সীমাহীন, রূপ অজস্র এবং প্রকাশ ভঙ্গি বিচিত্র ও নানান বর্ণে বর্ণিত। যুগ যুগ ধরে মানুষ ভালোবাসাকে বিভিন্ন আঙ্গিকে সঙ্গায়িত করেছে, কিন্তু চার দেওয়ালের মধ্যে কিংবা নির্ধারিত কোন পরিসীমায় বেঁধে রাখতে পারেনি। তবে একথা সত্যি যে, এই ভালোবাসাকে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির সাহিত্য, লোককথা এবং পুরাণ যক্ষের ধনের মতো আগলে রেখেছে।

ইতিমধ্যে ‘ভিনদেশের নির্বাচিত প্রেমের গল্প’ গ্রন্থ প্রকাশিত হয়েছে। স্বনামধন্য প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের নান্দনিক প্রচ্ছদে এটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এই গল্প সংকলনে বিশ্বের বিভিন্ন দেশের স্মরণীয়-বরণীয়, নামী-দামী এবং খ্যাত-স্বল্পখ্যাত লেখকদের ছোটগল্প ভান্ডার থেকে বাছাই করে তেরটি দেশের ষোল জন লেখকের ষোলটি প্রেমের গল্প অন্তর্ভূক্ত করা হয়েছে। লেখক তালিকায় আছেন পেড্রো অ্যান্টোনিও ডি অ্যালারকন, গী দ্য মোপাসঁ, ও. হেনরি, জেমস জয়েস, ডি এইচ লরেন্স, জায়ও গিমারিস রোসা, ইউজেনিয়া ভিতেরি, আকরাম ওসমান, নেলিদা পিনওন, মার্গারেট অ্যাটউড, পিটার ক্যারি,রোবের্তো বোলান্যিউ, কাজুও ইশিগুরো,লিডিয়া ডেভিস, মো ইয়ান এবং রডি ডয়েল ।

‘ভিনদেশের নির্বাচিত প্রেমের গল্প’ গ্রন্থের কিছু গল্প আটপৌড়ে, গতানুগতিক এবং মিলনান্তক, অন্যদিকে কিছু গল্প বিরহ-বিচ্ছেদের, বিয়োগান্তক। ভালোবাসার রকমফের জানতে হলে ‘ভিনদেশের নির্বাচিত প্রেমের গল্প’ সংকলনের গল্পগুলো পড়া দরকার। উল্লেখ্য, ‘ভিনদেশের নির্বাচিত প্রেমের গল্প’ গ্রন্থটি বইমেলায় পাওয়া যাচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর স্টলে (স্টল নাম্বার: ২৯১ থেকে ২৯৪, সোহরাওয়ার্দি উদ্যান)। মোট ১৭৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২৭৫ টাকা।

অন্যদিকে ‘দক্ষিণ আমেরিকার নির্বাচিত ছোটগল্প’ এবং ‘ব্রাজিলের নির্বাচিত ছোটগল্প’ বই দু’টি শিগগিরই বইমেলায় আসবে। গ্রন্থ দু’টি প্রকাশ করেছে ‘অগ্রদূত’ এবং প্রচ্ছদ এঁকেছেন বিখ্যাত প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর।

‘দক্ষিণ আমেরিকার নির্বাচিত ছোটগল্প’ সংকলনে উনবিংশ শতাব্দীর বিখ্যাত বাস্তববাদী লেখক মাচাদো ডি আসিস থেকে শুরু করে সমকালীন বিশিষ্ট লেখক হুলিও পারয়েদিস, ভিক্তর মনতুইয়া এবং রডরিগো হাসবুনের গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দক্ষিণ আমেরিকার আটটি দেশের ষোলজন লেখকের বাছাই করা কুড়িটি ছোটগল্প/অণুগল্প সন্নিবেশিত করা হয়েছে। অন্যদিকে ‘ব্রাজিলের নির্বাচিত ছোটগল্প’ সংকলনে উনবিংশ শতাব্দির শেষার্ধ থেকে বর্তমান সময়ের দশজন লেখকের বাছাই করা পনেরোটি ছোটগল্প/অণুগল্প সন্নিবেশিত করা হয়েছে । লেখকদের তালিকায় রয়েছেন মাচাদো ডি আসিস, জায়ও গিমারিস রোসা, ক্লারিস লিসপেক্তর, ডাল্টন ট্রেভিস্যান, মোয়াসার স্কিলিয়ার, নেলিদা পিনওন, পাওলো কোয়েলহো, অ্যাড্রিয়ানা লিসবোয়া, মিল্টন হাতুম এবং আন্তোনীয় প্রাতা।

‘দক্ষিণ আমেরিকার নির্বাচিত ছোটগল্প’ এবং ‘ব্রাজিলের নির্বাচিত ছোটগল্প’ বই দু’টি মেলায় ‘অগ্রদূত’-এর স্টলে (স্টল নাম্বার: ৩৬২, সোহরাওয়ার্দি উদ্যান) পাওয়া যাবে।

রাশপ্রিন্ট

এই ওয়েবম্যাগে প্রকাশিত পোস্টগুলোর সঙ্গে ব্যবহৃত প্রচ্ছদফলক/ব্যানার ও অন্যান্য গ্রাফিক চিত্রাবলি বিনা-অনুমতি রিপ্রিন্ট/পুনর্ব্যাবহার করার ক্ষেত্রে রাশপ্রিন্টের তরফে কোনোরূপ বাধা নাই; ঋণস্বীকার বা উৎসতথ্য উল্লেখের বিষয় একান্তভাবে ব্যবহারকারীর সৌজন্যবোধের ওপর ন্যস্ত। # সম্ভাব্য অবদায়ক, যারা রাশপ্রিন্টে লেখা পাঠাতে ইচ্ছুক, সকলের প্রতি সনির্বন্ধ ও সানুরোধ আহ্বান নির্দ্বিধায় লেখা পাঠানোর। প্রেরিত রচনার প্রাপ্তিস্বীকার এবং প্রকাশযোগ্যতা সংক্রান্ত তথ্য সর্বোচ্চ ছয়-সপ্তাহের মধ্যে লেখক/অবদায়ককে অবহিত করা হবে। লেখাপ্রেরক/লেখকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ফেসবুক ও ব্যক্তিগত ব্লগস্পেসে ছাপানো রচনা রাশপ্রিন্টে গৃহীত হলেও অন্য কোনো ওয়েবম্যাগে পূর্বপ্রকাশিত রচনা রাশপ্রিন্ট গ্রহণ করে না। পুনর্মুদ্রণের ক্ষেত্রে রাশপ্রিন্ট নিজস্ব অভিপ্রায় অনুযায়ী লেখা চয়ন ও প্রকাশনের প্রক্রিয়া অনুসরণ করে থাকে। # লেখা পাঠানোর প্রাক্কালে তৎসঙ্গে লেখকের ইমেইল অ্যাড্রেস, ফেসবুক লিঙ্ক এবং সম্ভব হলে সেলফোন নাম্বারের সংযুক্তি নিশ্চিত করুন। পরিশেষে উল্লেখ্য হলেও গুরুত্বপূর্ণ হচ্ছে, লেখার সঙ্গে লেখকের ব্যক্তিগত/অভিপ্রেত তথ্য সম্বলিত পরিচয়সংক্ষেপ সংযুক্তকরণ। রাশপ্রিন্ট আপনার সর্বোত সহযোগ ও শুভানুধ্যানের প্রত্যাশী। # রাশপ্রিন্ট সংযোগ : raashprint@gmail.com / ahmedsayem@gmail.com :: রাশপ্রিন্ট ডট কম

লেখকের অন্যান্য পোস্ট

Tags: , , , , , , ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট