সাম্প্রতিক

যদি আমার স্বপ্নের কথা বলি । ঈপ্সিতা বহ্নি

যদি আমার স্বপ্নের কথা বলি

যদি আমার স্বপ্নের কথা বলি,
তবে কি বুঝবে

কিসে আমার ভয়?
কী ভেবে ডেকে আনি বিষন্ন দিবস?

কখন মনের মেঘ ভেঙে যায়,
কখন কান্না পায়?
সমুদ্র কেন শান্ত করে,
নক্ষত্রে কেন খুঁজি আশ্রয়?

যদি আমার স্বপ্নের কথা বলি
তবে কি বুঝবে
কখন বজ্রপাত?

অগ্নিগিরির
বরফের নদী হওয়ার ইতিহাস?
কখন কবিতা প্রকৃতির কথা বলে,
কখন সে কথা তাণ্ডব-নন্দিনীর?
কতটুকু তার প্রতীক্ষা সমাপনের,
কতটুকু তার আরম্ভ করতে চায়?  

কতটুকু তার আলো ও আকাশ দেখে?
কতটুকু থাকে অন্ধ নয়নতারায়?

যদি আমার ঠিকানাটুকু জানো,
এসে দাড়াও আমার খোলা
জানালার ধারে,

নিশ্চিত জানো, আমিই দরজা খুলি?
জানো কি সেখানে একটুও আমি নেই?

যদি আমার ঠিকানাটুকু জানো
জানো কি তাহলে

কোথায় পালাতে চাই?

ঠাঁই

কোন একদিন সব থেমে গেলে,
চুপ হয়ে গেলে পরে জনকলরোল,
আমি, সমুদ্রে নেব ঠাঁই ।
সেদিন আমার পাশে শুধু সুখী আমি
আর কেউ নয়।
আর কিছু নয়।

আমাদের সব পাপ
বেদনার সব ভার নিয়ে
পৃথিবী চলেছে অনেক;
মরেছে অনেকবার
মৃতদের চাপে।

ধরণীকে সব বোঝা দিয়ে
মানুষ শান্ত হবে
মানব ক্লান্ত হবে যেদিন
পৃথিবীর সব পাপ
মিলাবে যেদিন শেষ সাগরের গানে
আমি মেলাবো সুর সাগরের জলে।
সেদিন থামলে সব
চুপ হয়ে গেলে পরে জনকলরোল
আমি সমুদ্রে নেব ঠাঁই
সেদিন আমার সাথে শুধু সুখী আমি
আর কেউ নয়।
আর কিছু নয়।

ঈপ্সিতা বহ্নি

কবি। বিশ্ববিদ্যালয়ে উচ্চতর অধ্যয়ন শেষে স্নাতকোত্তর সম্পন্ন। গবেষণা সহকারী হিসেবে নিযুক্ত। প্রকাশিত কবিতাবই : ‘বন্ধু শোনো এই কবিতা তোমার জন্য লেখা’; ভাষাচিত্র, ঢাকা।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট