সাম্প্রতিক

শব্দঋণ ও ম্যাভিক অবসন্নতা । পিয়ালী বসু

কবি পিয়ালী বসু’র কবিতার বই শব্দঋণ ও ম্যাভিক অবসন্নতা বের হয়েছে ২০১৮ সালের একুশে বই মেলায়। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী স্বস্তি বসু এবং প্রকাশ হয়েছে নবপত্র প্রকাশন থেকে। বইটি একুশে বইমেলা ছাড়াও বাংলাদেশ ও ভারতের বুকস্টল গুলোতে পাওয়া যাবে। বইয়ের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।

নারী 

নিষিদ্ধ আলোর পাশে মুখোশহীন নষ্টজন্ম
দু হাতে ধরে থাকা  স্তন ও  অন্ধ ব্রীড়া 
দৃষ্টিহীন বাক্যের বহিরঙ্গে অবিরত কাটাছেঁড়া 
যোনি ছুঁয়ে যাওয়া নীরব আর্তনাদ 
সম্পর্কের নিরস এই অভিঘাত কে 
আমি  ‘নারী ‘ নামে ডাকি 

এস্কেপিজম
বিশেষ কিছু নয় 
অজস্র অনিশ্চয়তা সরিয়ে … লেটস মিট সাম আদার ডে 
ধোঁয়া ওঠা প্রথম কফি … গরাদহীন জানলা 
শেষ বিকেলের নৈঃশব্দ্য 
মুহূর্তে আটকে থাকা চোখ বিশ্বাসজনক পারফিউম …
…  আঙ্গুল পর্ব 
বিশেষ কিছু নয় 
রাতচোরা শব্দ … তরল ক্ষমা … অন্তহীন আকর পরমায়ু 
এসব কিছু নয় … শুধু এক ‘পাখী জন্ম ‘ চাই 

উপকথা 

” We don’t remember days …
We remember moments “
মুহূর্তের স্প্লিনটার ভেদ করে 
দিনগুলি শোকের প্রাত্যহিক সেমিনারের আড়ালে 
বিষাদের নিভৃত তালিকা তৈরি করে 
শার্সির ওপাশে 
জলপাই গাছ , , সূর্য প্রহর , , দীর্ঘশ্বাসের বার্তাসমূহ 
কবিতার অবয়বে মূর্ত হয়ে ওঠে 
রোদে পুড়ে , , জলে ভিজে 
আরও শানিত হয় মাঝবিকেলের দুঃখের বিস্ফার 
I’ve grown used to my own hands touch 
… instead of another’s 
আটপৌরে জীবন জুড়ে 
অহং ও অন্ধকার , , অল্পমেয়াদী স্বল্পবাস 
প্রাত্যহিকে , , আজীবন বন্ধক রাখতে বাধ্য হয় 

পিয়ালী বসু

জন্ম দক্ষিণ কলকাতার। বাবা প্রয়াত প্রসূন বসু বামপন্থী রাজনৈতিক আন্দোলন ও সাহিত্য জগতের ব্যক্তিত্ব। পড়াশোনা প্রথমে পাঠ ভবন ও পরে বাংলা সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথম প্রকাশিত বই 'ফেলুদা কুইজ' প্রকাশিত হয় ১৯৯৭ সালে। প্রকাশিত বইয়ের সংখ্যা ছটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে 'কথা কাব্যের চক্রবাক' নামে চারজন কবির একটি আন্তরজাল কাব্য সংকলন। পেশায় ডিজাইনার, কর্মসূত্রে ১৬ বছর আয়ারল্যান্ডের ডাবলিনে স্থিত। piyadublin@gmail.com

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট