সাম্প্রতিক

গলা উঠাও কিশোর, শুদ্ধতার চিৎকার শুনুক পৃথিবী । আহমদ সায়েম

we want justice

বৃষ্টির ফোটা মাথায় নিয়ে ১৮ নেমেছে রাস্তায়, অধিকার, ন্যায়বিচার ও দায়িত্ব বুঝে নিতে, ইতোমধ্যে লাশের ঘরে জমা দিয়েছে তাদের ভাই ও বোনের গুচ্ছ গুচ্ছ স্বপ্ন, রাষ্ট্রের মাথায় এখনো ফুলেল গন্ধ, মন্ত্রীর মুখে হাসির ফোয়ারা, রাস্তায় ছাত্ররা দাবি তুলেছে ‘আর কোনো মৃত্যু নয়, জীবনের মুগ্ধতা গুলো যেন স্থিরতা পায়’, তারা জানে রাষ্ট্রনায়করা কতোটা অক্ষম ভাবে ‘গাড়ি চালাচ্ছেন’, তারা চালকের চেহারায় পড়ে নিতে পারে দেশের চরিত্র, এই ক্ষমতার ভাষা-যে কতোটা লাল তা যে কোনো সম্পর্কের মাঝেই পড়া যায়, — দেশটা তাদের হাতেই শুদ্ধ হবে, অন্য সব ভুয়া…

আঠারো ভুল করে, ভুলই তাদের শক্তি, তাদের ভাষা বড়দের মতো নয়, কি করেই বা হবে!! ভুল শিক্ষা ও মিথ্যা কথার রাজনীতি দেখে-দেখে শিশু থেকে কিশোর হয়েছে, তারা জানে প্রধানমন্ত্রীর কথাও যে ভুয়া… দেশটা কিশোরদের হাতেই শুদ্ধ হবে, অন্য সব ভুয়া…

বড়দের শিক্ষাতে যদি আরও কিছু পথ লাল করতে হয় তবে তাই হোক, রফিক সালাম ও বরকতের পথ-তো লালই, তাদের শক্তি সাহস নিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য যদি ফের যুদ্ধে নামতে হয়… গোলা-বারুদ দেখে ভয় পাওয়ার তো কিচ্ছু নেই, চাকার নিচে প্রান দিতে যাদের বুক কাপে না, দেশটা-তো তাদের হাতেই শুদ্ধ হবে, অন্য সব ভুয়া…

কাজ করলে ভুলই হয়, ভুলটাই জরুরী বেশি, ভুল থেকে আলো ফোটাও, গলা উঠাও কিশোর, গোলা-বারুদের শব্দ উঠবে কেন, শুদ্ধতার চিৎকার শুনুক পৃথিবী…

— দেশটা তাদের হাতেই শুদ্ধ হবে, অন্য সব ভুয়া…

সোমবার, ০৬ আগস্ট ২০১৮, ২২ শ্রাবণ ১৪২৫

আহমদ সায়েম

জন্ম ৫ জানুয়ারি ১৯৭৮। সিলেট সদর। তাঁর সম্পাদিত ছোটকাগজ ‘সূনৃত’ সম্পাদনা করেছেন ২০০০ সাল থেকে, এবং অনলাইন সাহিত্য পত্রিকা ‘রাশপ্রিন্ট’ (www.raashprint.com) ২০১২ সাল থেকে সম্পাদনা করছেন । কবিতার বই বেরিয়েছে তিনটি, প্রথম বই ২০১৫ ফেব্রুয়ারিতে ‘অনক্ষর ইশারার ঘোর’ ‘The layers of Dawn’ ২০১৮, এবং ‘কয়েক পৃষ্ঠা ভোর’ ২০১৯ সালে বের হয়েছে। বর্তমানে (7820 Summerdale AVE, Philadelphia, PA 19111) ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র বাস করছেন। ফোন : +1 (929) 732-5421 ইমেল: ahmedsayem@gmail.com

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
FacebookLinkedInGoogle Plus

Tags: , , , , , , , , , , , , ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট