সাম্প্রতিক

বরফ টুকরো ও অভ্যাস । সৌম্য সুজন

বরফ টুকরো মেখে

এমন কুয়াশা চাদরে মুড়েছি তোকে
হেমলক ছেড়ে খানিক শক্ত মুঠি
ফায়ার প্লেসে অবিরত কিছু আগুন
উষ্ণতা অনলাইন… শীতের ছুটি।
প্রিয় বান্ধবী গীতবিতানের মতো
হিমেল হাওয়ায় টুপটাপ ঝরে পড়ে,
কবেকার লেখা  পাণ্ডুলিপির পাশে
এলো রোদ্দুর জানলায় আলো ছুঁড়ে।
চেনা ডিসপ্লেরা রাতেও নিঝুম রঙা
নস্টালজিয়া আছড়ে পড়েছে শোকে
প্রিয় কবিতাকে ব্লগ থেকে পেতেপারো
ভুখা হয়ে আছে শহর.. কবর মেখে।

অভ্যাস ছেড়ে রেখে

বাগীচা তখন খুঁজেফেরে বাঁকা নদী…
সম্পর্করা কচুপাতা জল যেন
মুহূর্তে সব উষ্ণতা এসে গালে
মিছিমিছি বাসা বুনতে চাইছে কেন।

।।।।

কেন এত টান বারণ অংশ ঘিরে
এসো দাবানল ভীজেজাওয়া
ক্যানভাসে…
যদিও বাষ্প ধূলোবালী মেখে ভারি
চিঠি-র খসড়া লিখেচলা
অভ্যাসে।

।।।।

আর যা কিছুই অফ্ডে তে
ছুঁয়ে দেখা
সারাদিন শুধু স্বপ্নে ছিলিমে কাটে
সন্ধের ব্যারিটোনে বর্ষণ ভারি
ভিজে ভিজে ছাতা
বৃষ্টির পথঘাটে।।

সৌম্য সুজন

জন্ম কলকাতা ২৬-১২-১৯৯১। কবিতা লিখতে ভালোবাসেন, এছাড়া বিভিন্ন যায়গায় ঘুরে বেড়ানো এবং ছবিতুলতে পছন্দ করেন।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট