সাম্প্রতিক

সিঁড়িঘর । মিসবাহ উদ্দিন

অভিন্ন সূর্যের নিচে আমাদের যৌথ পাঠাগার
আফসোস-পাঠ শেষে সিঁড়িঘর, ঘনশ্বাস, আলিঙ্গন
চিরায়ত বিরহের প্রথম সোপান

অভিন্ন চন্দ্রের নিচে আমাদের একান্ত ব্যক্তিগত হাহাকার।

চিত্র ও বর্ণের ভিতর আমাদের রক্ত ও মাংসের ঢেউ
জাগায় যে জোয়ার ভরা চাঁদ জোসনার বুক
কোমরে কোমল ফুল বিছায় যে আলাদিন রোজ
তার কাম আর খাম-খেয়ালে ছড়ায় যে আলেয়ার চুল
তারে ভজে মজে আছে দোয়াত, কলমের নিব
পুস্তকে-মস্তকে সে এক অসহ্য দহন
চিরায়ত সূর্যের ডাক

অভিন্ন আকাশের নিচে আমাদের যার যার ব্যক্তিগত দোজখের চিৎকার।

প্রেম পাশে রেখে পৈতাল হাতে জপি নাম,
ও আমার চিরায়ত কলংক, চিরন্তন বদনাম!

মিসবাহ উদ্দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে আলাপ করেন।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট