সাম্প্রতিক

সিঁড়িঘর ২ । মিসবাহ উদ্দিন

ও আমার হালখাতা
হাতের তালুয় ঘা আমার ঘাসের শরীরে ঘুম
আমায় খেয়ে চলে যাচ্ছে কীট, চারপেয়ে ছাগল
আর আমার কলম বন্ধক রাখা তোমার নথের নিকট

শতপদী শত্রুর বিষাক্ত অর্ধসত্যে নিহত হচ্ছে আমি বিষয়ক সকল ঊর্ধ্বকমা।

আমাকে গ্রহণ করো আলিঙ্গনে প্রিয়
শব্দের অশ্রুত নিয়তিতে একদিন লাল রঙ হবো আমরা
এ-বিশ্বাস আমার এখনো আছে।

মিসবাহ উদ্দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে আলাপ করেন।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: , ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট