সাম্প্রতিক

সিঁড়িঘর ৪ । মিসবাহ উদ্দিন

এই যে শহর
যে শহরে একটা আশ্চর্য দুপুর
একটা আশ্চর্য দুপুর নোংরা হয়ে যায়
খোয়ার আর ভাগাড়ের থকথকে লার্ভার
মোজা আর অন্তর্বাসের গাগুলানো প্রচণ্ড প্রকট

অস্তিত্বমানতায়
এই শহরে
এই অভাগা শহরে এখনো যে কিছুটা রোদ
এখনো যে কিছুটা জীবন

এখনো যে কিছুটা স্বপ্ন আর আহ্লাদের শিহরণ
তার কিছু গায়ে মেখে
আত্মা ও আত্মতে একাত্ম হয়ে
তোমার ইচ্ছুক ওষ্ঠাধরের ঊষ্ণতার স্পর্শ নিয়ে

একবেলা হুড়মুড় করে ভেঙে পড়তে চাই, প্রিয়
একটা বেলা আমি হাউমাউ করে কান্না করতে চাই।

মিসবাহ উদ্দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে আলাপ করেন।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: , ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট