সাম্প্রতিক

তোমার আশ্চর্য ইশারা । মিসবাহ উদ্দিন

বিভিন্ন ঝড়ের শেষে
উত্তর-সংঘাত স্থিরতার মতো
তুমি হে নিচল চিহ্নমালা
তোমাকে কুড়াই রোজ
পাখিহীন আকাশের তলে
আচ্ছন্ন বিচূর্ণতায়
পুষ্প ও পতঙ্গের প্রেমে
অশন আর দূষণের গীত
অস্থির সংঘাতের গল্পমাখা
গতহিম পৌরাণিক শীত
দোহাই আর দহনের স্রোতে
জ্বলে-ক্ষয়ে মিশে গিয়ে
নিটোল চিহ্ন ধরে
তবুও যে বেঁচে উঠি ফের
সে কেবল আরেকটি আশ্চর্য দিনে
নিভাষায় ভাসা হবে বলে
পুনরায় শুরু করি রোজ
কোথায় যে ফেলে গেছো
প্রচণ্ড ঝড়ের শেষে
তোমার আশ্চর্য ইশারার খোঁজ

মিসবাহ উদ্দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে আলাপ করেন।

লেখকের অন্যান্য পোস্ট

লেখকের সোশাল লিংকস:
Facebook

Tags: ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট