সাম্প্রতিক

কে আসে রাত্রি ঘন হলে । সন্তর্পণ ভৌমিক

সরল তুমি, মানুষ

রক্তগন্ধি বৃষ্টি নামে, তুমুল বর্ষণ
নোনা মানুষের গন্ধ তাতে মিশে
স্নান করছে ময়ালবন্য, পাথরে দাঁড়ায় কাক
শোকদুঃখঅল্পমোহে আঁধার গড়ছে রাত

অবোধ নদীর উপত্যকা পেরোল বান্ধব
রাঙা ভোরে আকাশরঙা তোমার দীর্ঘদিন
ছাই হয়েছে আমার অভিশাপে
দীর্ঘ পথ অনিদ্রাতে একাই পেরোলে

আকাশবাণী তখন শোনা যায়
নগ্ন গৃহের মানুষ তুমি সরল হয়েছো।

কে আসে রাত্রি ঘন হলে!

কে যেন আসে, বিহঙ্গসম, রাত্রিপিশাচিনী?
তার বড় ভালোবাসা

জোছনা ও চাঁদের তপোবলে
কেবল সুখের রঙে কান্না রাঙা হবে
এমন প্রকারে, রাত্রি মধ্যভাগ
পৃথক হয়েছে আজ ঈশ্বরের থেকে

তার দেখি চাহিদা বিরাট
বিবিধরমন অংশে লোভ অতি দ্রুতবর্জ্যপ্রতি
তবে তুমি বিষক্ষয়ী অবক্ষয়জাত
কার মুখ ভাসে রোজ সকালে আকাশে

আমি ঘুম থেকে উঠি
তারপর জল্পকল্প শেষে
কার নামে ইবাদত করি
তুমি কি জলের পান্থ?
উবে যাও নরক অবধি—

অন্নবস্ত্রহীন

বিরোধী গর্ভেরা আসে
অতিনিকটে, অনিদ্রা প্রগাঢ় যখন

সবিশেষ বৃষ্টিবৃদ্ধি দেখে
ফিরে গেছে শহুরে সন্তাপে
আমাদের নুলো ভিখারিনি

তার নাকি ধনুষ্ট ব্যারাম
দুঃখ যার সহ্যে জড়াজড়ি
তিনি অভব্য অভাবে
তিনি শূন্য হয়ে দাঁড়িয়ে থাকেন

তিনি অপেক্ষা করেন
রাত্রি ফেরত মানুষ
কখন প্রবলকামে চুপিচুপি সেই বাড়ি আসে।

বিরাট বিরাগ

অপূর্ণ ইচ্ছার কাছে তোমাদের খাদ্য মনে হয়
বিশেষত পশু ও শিশু, পুংবৃদ্ধ, নারী কখনো

কার বুকে ধাতুবীর্য মরিচার মতো
ফেনিল মেঘের ন্যায় খর উন্মাদিনী
কার চোখে রাতভোরে হতাশাপ্রবল
কে আজ হাঁটছে রাতে উদ্দেশ্য নিপুণ

আমি কি শ্বাপদ হয়ে প্রেম যাচি ভিক্ষুণীর হাতে
প্রবল প্রকার শোকে, হেরিব দুজনে আহা মেঘবৃষ্টি হয়ে।

অন্তিমে অস্থিরতা আসে

কার্যক্ষেত্রে অস্থিরতা আসে
প্রাণের উপর হাঁটছে ধীরে কে?
বীজগুলো আজ উপ্ত হলে দেখি
হাড়ের ডানায় ত্রিকাল শকুনি

শুদ্ধবর্ণি পান্থ আসে দাওয়ায় কিছুক্ষণ
চোখের পলকে রাত্রি আসে, মৃত্যু শিহরণ
কবর খুঁড়ছে মূক কয়েক পিশাচ সবিশেষ
দৈববিপাক পালক হয়ে ছুঁলো গুহ্যদেশ।

রাত্রি অবস্থান

আহত রাত্তির আসে
তার সাথে অবিকল জোছনা লোহিত
তার সাথে বিকলাঙ্গ জোনাকির দল
তার সাথে মূক এক বোষ্টমী অধীর
বিষহর সর্প আজ খাদ্য প্রসূতির

আমি মগডালে বসে থাকি স্থির

অকালে শিশির দেখি
শিশিরে এখন কেন রক্তবিন্দু থাকে

কল্পিত বিভক্তি আসে
হৃদয়ের যুক্তিতীর্থ উবে গেছে কবে

মুগ্ধমগ্ন দিনগুলো কেটে যদি যায়
সহস্র পুরুষ আসে
ধ্বজভঙ্গ, ডানাকাটা,
তুমি লাশকাটা পরী হয়ে পড়ে থাকো হায়।

সন্তর্পণ ভৌমিক

কবি ও গদ্য লেখক, Santarpan Bhowmick. 10-580 Askin Avenue, Windsor, Ontario, Canada, N9B 2X4 Email: santarpanbhowmick@gmail.com

লেখকের অন্যান্য পোস্ট

Tags: , , ,

লেখকের অন্যান্য পোস্ট :

সাম্প্রতিক পোষ্ট